বনলতা সেন যাদের আলোকবর্ষ পার করে গেছে-
আমিও তাদের মত প্রতিদিন আয়নার সামনে মুখোমুখি বসি,
ওপারে এক অন্য আমি , অতীত-ভবিষ্যৎ-রূপকথা দের সাথে !
কখনও অতীত খুঁড়ি , রূপকথার মত চোখ ধাঁধানো জীবন , স্বপ্ন দেখা তোমার সাথে।
এপারে আমার বর্তমানে বাঁচা...
প্রতিনিয়ত যোগ্যতম প্রমানের লড়াই , মানুষ খুশী করার দায়, মেনে নেওয়া সবকিছু মুখ বুজে , ওভারটাইম।আয়না কখনও কখনও দূরে সরে যেতে থাকে আমার কাছ থেকে।
যে আমি কে দেখতে চেয়েছিলাম কখনও, যে ছিলো খুব আপনার...
সেও পালাতে থাকে।
ঠিক যেরকম মানুষ হারিয়ে যায় নিজের থেকে কোন কারন ছাড়া!!
এভাবেই দূরে সরে যেতে যেতে ক্লান্ত হয়ে পড়ি,
ঘুম আসে , স্বপ্ন আসে আর আসে সে...
“তোমার আমার লাল নীল সংসার”
পরদিন আবার ঘুম ভাঙ্গে , সকাল হয়...
ইঁদুর দৌড়ে ঢুকে পড়া,
ইঁদুর দৌড়ে ঢুকে পড়া
ফের আয়নাতে ছুঁড়ে দিই প্রশ্ন
এভাবেই এভাবেই...
সেপিয়াতে কিম্বা সাদাকালোয় কেটে যায় আরেকটা নির্বাসিত রাত
আমিও তাদের মত প্রতিদিন আয়নার সামনে মুখোমুখি বসি,
ওপারে এক অন্য আমি , অতীত-ভবিষ্যৎ-রূপকথা দের সাথে !
কখনও অতীত খুঁড়ি , রূপকথার মত চোখ ধাঁধানো জীবন , স্বপ্ন দেখা তোমার সাথে।
এপারে আমার বর্তমানে বাঁচা...
প্রতিনিয়ত যোগ্যতম প্রমানের লড়াই , মানুষ খুশী করার দায়, মেনে নেওয়া সবকিছু মুখ বুজে , ওভারটাইম।আয়না কখনও কখনও দূরে সরে যেতে থাকে আমার কাছ থেকে।
যে আমি কে দেখতে চেয়েছিলাম কখনও, যে ছিলো খুব আপনার...
সেও পালাতে থাকে।
ঠিক যেরকম মানুষ হারিয়ে যায় নিজের থেকে কোন কারন ছাড়া!!
এভাবেই দূরে সরে যেতে যেতে ক্লান্ত হয়ে পড়ি,
ঘুম আসে , স্বপ্ন আসে আর আসে সে...
“তোমার আমার লাল নীল সংসার”
পরদিন আবার ঘুম ভাঙ্গে , সকাল হয়...
ইঁদুর দৌড়ে ঢুকে পড়া,
ইঁদুর দৌড়ে ঢুকে পড়া
ফের আয়নাতে ছুঁড়ে দিই প্রশ্ন
এভাবেই এভাবেই...
সেপিয়াতে কিম্বা সাদাকালোয় কেটে যায় আরেকটা নির্বাসিত রাত
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন