সোমবার, ৮ মে, ২০১৭

এবার কিছু চন্দন হোক (অদিতি বসু রায়)

এবার কিছু চন্দন হোক !
কথা হোক সকাল অরণ্যদেবের

ধনুক, বন্দুক - অনেক হল
অনেক হল ট্রয় , কুরুক্ষেত্র, হিটলার, চার্চিল !

গ্রীষ্মকালের গল্প আর ভাল লাগে না
ভাল লাগে না প্রহরীর লাল চোখ
মাস্তুলের বিকেলে
                    আমি ছবি আঁকা শিখি 
                                            এখন

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন