সোমবার, ৮ মে, ২০১৭

এটা কবিতা ? (শুভময় দে )


কখনও কিছু শব্দ বাদ দিয়ে
কবিতা লিখতে ইচ্ছে করে |
ফুল, নদী , ঝর্ণা, পাহাড়
রক্ত, বিশ্বাস, ঘৃণা, হাহাকার
এসব বাদ দিয়ে |

যেমন ধরুন

বিকাশবাবু সাইকেলে যাচ্ছেন
গায়ে চাদর, মাথায় মাফলার
বেশ শীত পড়েছে | ভোরবেলা |
ট্রেন ধরবেন, অফিস যাবার |
অভ্যেসমতো পিছনে হাত দিলেন |
পকেটে | মানিব্যাগ নেই |
এবার ? ফিরবেন, না এগোবেন ?
চিন্তাটা ঘুরতে লাগলো |
মাথা, ঘাড়, পেট, কোমর
পা হয়ে প্যাডেলে |
ধাক্কা মারলেন রিক্সায় |
পড়ে গেলেন, এবং খিস্তি মারলেন |
এরপর, ধরে এককাপ চা খেলেন|

এবং, হেঁটে সাইকেল নিয়ে
বাড়ি ফিরলেন |

একে আপনারা কবিতা বলেন

কই, এতে তো
আনা ফ্র্যাঙ্কের গৃহবন্দীর কথা নেই |
আশ্টবিজে ট্রেনে করে মরতে আসা
ইহুদিদের কথা নেই |

রুট ৬৬ ধরে জমি বাড়ি বেচে ওকলাহামার
কৃষকদের ক্যালিফর্নিয়া যাবার বর্ণনা নেই |
কিংবা, দিদিমাদের কুপার্স ক্যাম্পে আসার
গল্পটাও নেই |

নেই | নেই | নেই |


সত্যই কোন কৃতজ্ঞতা নেই | কবিতার |



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন