কেউ বেয়োনেটে
কেউ ব্যক্তিত্বে
কেউ ছলনায়
কেউ ভালোবাসায় (কামনায়)
কেউ আদর্শে
দখলদার সবাই |
বাজার থেকে গাজার
কাশ্মীর থেকে তাওয়াং
ভিয়েতনাম নাকি নন্দীগ্রাম
mannerism থেকে nepotism
বেদখল হয়ে জবরদখল
মনুষত্বের জবাই |
টুকটুকে লাল জামা পরে সে শুয়ে আছে
ঢেউ খেলা করছে ওর বুকে
ফর্সা মুখটা ভেজানো আছে ক্ষমায়
৩ ফুট বাই ১ ফুট জায়গা 'দখল' করে শুয়ে আছে সে
সবাই কে দখল এর সংজ্ঞা শেখানো আলিয়ান
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন