##
গড়ে ওঠা হৃদয় সভ্যতা, ফিরে যাই নদীমাতৃক
ধ্বংসস্তূপে চাপা থাকা স্মৃতি ভোলে ইতিহাসের দিক!!
##কাকভিজছে
আমার শহর রংবসন্তের ইচ্ছেবারিশে,
জেব্রাক্রসিং
রঙ্গিন দেখাক তোর চুলের আবির মিশে !!
##আকর্ষণে চুম্বক লোহাকে কাছে আসতে শেখায়
একটা জলজ্যান্ত “আপনি” হটাৎ “তুই” হয়ে যায়...
##ইচ্ছে
করেই
কথার
পিঠে
বসিয়ে
দিচ্ছি
কথা,
ভুল করে ভাবতেই পারিস, এলিয়ে পড়া দুর্বলতা!!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন