প্রণাম কোথায়,
আজও ঋতুস্নান শহরে শহরে
কাজল মেঘের বমি মেখে
শুয়ে আছে মধ্যরাত
কোথায় তোমার ডিঙা?
কোন মানসগঙ্গার তীরে
ভেসে আছে আমাদের বাসনার
ব্যগ্র কলহাঁস?
দোয়াত ভেঙেছে কার?
গলি আর বস্তির শিয়রে?
কত না সন্দেহে তুমি আপেল
ছিঁড়েছ সাদা দাঁতে
কোথাও ঝংকার হলে,
নূপুরে জড়ালে বিষধর
তোমার হাসির দাগ জড়ুলের মতো ফুটে ওঠে
সঘনগহন মেঘ,
ভুলে গেছ অশনিসংকেত?
শহরে শহরে আজও ভিজে মরে, প্রেমিকার প্রেত...
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন