এই ভিড় বাবলা -তলার ভ্যান স্ট্যান্ডে,
একটা সরণময় পৃথিবীর শেষ |
কে হাঁকে - আসেন বাবু কবেকার রোদ্দুরে
যেতে চান, টইটুম্বুর আছে যৌবনে
শালুক ফুলের আঁশ, বিষাদের এমন সজল ঢেউ
ক্ষয়ে যাওয়া পাথরের অনুতাপ মুড়ে পেতে তোলা হয়
আঁখিনোনতা তোমার পুতুল মুখ
তোমার হাসিতে পোড়া
মাটির শহরে তোমাকে ভাতের মতো মাখা
মনে পড়ে যাবে | এই এত সুখ স্বচ্ছলতা মাছের গন্ধে
তোমার ঘ্রাণের নোলক পড়ে আছে, দেখে যাও| তাতে
কে যে লাল রং দিলো...
এমন পটের গান শোনা যায় যাতে শৃঙ্গার রস মানে
সাপ | মরে পড়ে আছে | অথবা যেকোনো কিছুই
এই পৃথিবীর
পরে |
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন