সোমবার, ৮ মে, ২০১৭

অনশ্বর (বুধাদিত্য গোস্বামী)

কিছু কিছু ভাবনা মুছে যেতে চায়না
স্মৃতি হয়ে থেকে যায় গভীরে
ঠিক যেমনটা ব্যথা মরে গেলেও
ক্ষতচিহ্ন রয়ে যায় শরীরে |
মনের চিলেকোঠায় জায়গা করে নিয়ে
কিছু মুখ থাকে এক কোণে
যত চাও বার করে দিতে একেবারে
রঙছুট তবু তারা থেকে যায় মনে |

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন