রবিবার, ৭ মে, ২০১৭

ইঙ্গিত (দেবাদৃতা সরকার)

হঠাৎ করে ঘুমটা ভেঙে গেল তিথির ! খুব যে একটা যে ভালো ঘুম হচ্ছিলো তা না | অভ্যাসবশেই ফোনের দিকে হাত টা চলে গেল | লাল নীল দপদপানি বুঝিয়ে দিচ্ছিলো অনেক কিছু অদেখা আছে | গাঢ় চোখের ছবির উপর সময় , ৭:৩০ টা|খুব তীব্র একটা মনখারাপ, হঠাৎ করে ভেঙে যাওয়া ঘুমের বিরক্তিটা বহুগুণ  বাড়িয়ে দিচ্ছিলো | হোয়াটস্যাপ এ বন্ধুদের নেকামি ভরা , অসভ্য মেসেজ , ক্লান্ত লাগছিলো তিথির |
একটা ঘোরের মধ্যেই ও উঠলো বিছানা থেকে | মমতাদির উপর চিৎকার করলো খানিকটা বিনা কারণেই | ওদের সারাক্ষনের কাজের মেয়ে | পরিষ্কার হতে হতে ভাবছিলো , কেন এত খিটখিটানি আজ ওর
একটা অতি সাধারণ দিন , কিন্তু অদ্ভুত একটা মনখারাপের ঘোর | পিরিয়ডসেরও সময় না এখন | নাহ, কোনো কারণই বের করতে পারলো না | কোনো রকম এ মুখে কর্নফ্লেক্স গুঁজে বেরিয়ে পড়লো কলেজের জন্য | সেকেন্ড ইয়ার এ পরে তিথি | ইঞ্জিনিয়ারিং | হোয়াটস্যাপ দেখছে না আর ও |

ফার্স্ট দুটো পিরিয়ড পি.জে.পি'র | ম্যাথস |  ক্লাস এ ঢুকতে গিয়ে আবার বিরক্তি | ক্লাস ফাঁকা | আজ বুধবার | লাঞ্চ এর পর ওদের ক্লাস শুরু হয় | সকাল থেকে মঙ্গলবার ভেবে চলেছে ও | হোয়াটসআপ এ ঢুকলো এবার ; বন্ধুরা গেছে পিঙ্ক দেখতে, আইনক্স এ মর্নিং শো | আশ্চর্য , কেউ একটা ফোন করতে পারলো না ! কি করবে ভাবতে ভাবতে লাইব্রেরি তে গিয়ে বসলো তিথি | ওদের কলেজ লাইব্রেরি তে পড়ার বাইরে গল্পের বইও রাখে , কিন্তু সেগুলো বাড়িতে নিয়ে যাওয়া যায় না | কারণ এক কপি করেই থাকে | 'দি লাস্ট রিসর্ট' নামের একটা ডিটেকটিভ বই নিয়ে এক কোনায় বসে পড়লো | ১০:৩০ টা |
ঘন্টা খানেক পর, একজন রকস্টার খুনের মাঝামাঝি পৌঁছে গিয়ে তিথি খেয়াল করলো লাইব্রেরি তে ভিড় বাড়ছে | ওরই মতো একজন উল্টোদিকের কোণায় বসে আছে একটা বই নিয়ে | খুব চেনা | গাঢ় চোখ , মাঝারি রং , উস্কোখুস্কো চুল | অগ্রাহ্য করতে চাইলেও পারছে না | এদিকে রকস্টার এর খুনি কেও ধরতে হবে | হৈমীর ফোনে ওর তাল কাটলো | ১২ টা | সিনেমা শেষ হওয়ার পর ওদের মনে পড়েছে | মনখারাপ টা ফিরে এলো | টেবিল এর উল্টো দিক টা ফাঁকা এখন | বইটা জমা দিতে ইচ্ছে করছে না | রকস্টারের খুনি এখনো ধরা পড়েনি | লাইব্রেরিয়ান কে ফোলা ঠোঁটের মিষ্টি হাসিতে জব্দ করে বইটা ম্যানেজ করলো তিথি |

এবার ক্লাস | ১টা | ভালো লাগছে না কিচ্ছু | নভেম্বরের বিকেল | আলো কমতে কমতে মনখারাপ এর মাত্রা বাড়িয়ে দেয় | বিকেল ৪:৩০টে | বেরিয়ে এলো কলেজ থেকে | বন্ধুদেরও তাড়া, সেই সকালে বেরিয়েছে | কলেজ মোড় থেকে ফুলবাগানের বাস এ উঠতে গিয়ে খেয়াল করলো; সেই মেয়েটা , গাঢ় চোখ | পিছনের গেট দিয়ে উঠলো | খুব চেনা লাগছিলো তিথির | ফুলবাগানে নেমে বাটার শোরুম এর সামনে দাঁড়িয়ে তিথি দেখলো মেয়েটা হাত নাড়ছে | অবাক হলো , সাথে অল্প অল্প ঘাম | মেয়ে টা হাত নেড়ে দাঁড়াতে বলছে তিথিকে | কেন? রাস্তা পার করে আস্তে হবে ওকে | তিথি দাঁড়িয়ে রইলো | ৫:১৫ |
দুরন্ত গতিতে উল্টোডাঙার দিক থেকে ছুটে আসছে এস-২১ |তিথি কিছু বোঝার আগেই চিৎকার , হই হই | কোথায় গেল মেয়েটা ? তিথি দরদর করে ঘামছে | ছুটে গেল জটলার মধ্যে |খুব চেনা একটা মেয়ে , গাঢ় চোখ |রক্তে ভেসে যাচ্ছে | ব্যাগ টাও সেম ডিজাইন | একটা লোক ব্যাগটা খুলে দেখতে লাগলো | কিছু নোটস , খাতা আর একটা বই | 'দি লাস্ট রিসর্ট' ! ৫:৩০ টা | তিথির মনখারাপটা আর নেই|

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন